*বাচ্ছার ছড়া *
—আশরাফ
আমার সোনা চাঁদের কোনা
মিষ্টি হেসে ঠোঁট ফুলোয় ?
গাউ গাউ গাউ কথা তার
টাটা দিয়ে হাত খেলায় !
বিছানা টি নিজে ভিজিয়ে
সরে যায় এক ধার,
দাঁত বিহীন রঙিন মারি
যেন মতির হার!!